• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে কোনো কর্মী নাই, সবাই নেতা

অনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৮

বাংলাদেশ নেতা তৈরির কারখানা। এসব নেতাদের সামনে এক চেহারা পেছনে আর এক চেহারা। এখানে কোনো কর্মী নাই। সবাই নেতা। বললেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগে নিজেদেক বদলাতে হবে তারপর সমাজ ও দেশ।

তিনি আরো বলেন, ইভোটিং পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি, যা সারা দুনিয়ায় স্বীকৃত। বাংলাদেশেও পরীক্ষামূলক ভাবে আমরা প্রয়োগ করেছি। যার ফলে সে জায়গাগুলোতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তাদের তো (বিএনপি) আর্দশই হলো মানি না, মানবো না। ৫ জানুয়ারির নির্বাচন তারা প্রতিহত করতে পারে নি। আগামি নির্বাচনও প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। জনগণ এ সরকারের পাশে আছে।

কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায় গেলে দেশের জনগণ তা অমান্য করবে না। বিএনপি অমান্য করলে জনগণই তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির জন্য সজিব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেয়া উচিৎ। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারের এক একটি সন্তান আগুন। এই পরিবার কাছ থেকে শিক্ষা নেয়া উচিৎ।

আর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh