• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় আমিনুল ইসলামের ৫ বই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪২

অমর একুশে বইমেলায় কবি আমিনুল ইসলামের ৪টি বই এসেছে। আরো একটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

মিজান পাবলিশার্স প্রকাশ করেছে 'নির্বাচিত কবিতা'। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ২৪০ টাকা। আহমদ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে 'The Interim Desire And Other Poems' । এর ইংরেজী অনুবাদ করেছেন সিদ্দিক মাহমুদুর রহমান। বইটির প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর।

এছাড়া অনন্যা প্রকাশনী প্রকাশ করেছে 'কবিতাসমগ্র' তৃতীয় সংস্করণ। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ৫৫০ টাকা।

লেখা প্রকাশ বের করেছে প্রণয়ী নদীর কাছে কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণ। মুক্তদেশ প্রকাশন প্রকাশ করেছে প্রবন্ধের বই 'বিশ্বায়ন বাংলা কবিতা ও অন্যান্য প্রবন্ধ' এর ২য় সংস্করণ।

এছাড়া কবিতার বই 'অনুরাগের জানালা' প্রকাশের অপেক্ষায় আছে।

লেখক আমিনুল ইসলাম বলেন, এবারের বইমেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এবার কয়েকটি বইয়ের পান্ডুলিপি প্রস্তুত করেছিলাম।

কিন্তু পেশাগত ব্যস্ততা এবং পারিবারিক কাজের চাপে সব ক'টি বই প্রকাশকদের হাতে দেয়া সম্ভব হয়নি।

তারপরও নতুন পুরোনো মিলিয়ে কয়েকটি বই এবার প্রকাশিত হয়েছে।

আশা করি, পাঠকেরা সাদরে গ্রহণ করবেন। তিনি আরো বলেন, বইমেলায় সৃজনশীল বইয়ের পাঠক-সংখ্যা বাড়ুক এটাই চাওয়া।

কবি আমিনুল ইসলাম বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh