• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি ও সন্ত্রাস দমনে আন্তর্জাতিক বিশ্বের সহায়তা

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৮:১৫

জঙ্গি ও সন্ত্রাস দমনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বিশ্বের সহায়তা নেবে বাংলাদেশ। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্ল্যাক সৌজন্য দেখা করতে এলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি হামলার মদদদাতা তাহমিদ ও হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, শিগগিরই বৃটিশ কাউন্সিল খুলে দেয়া হবে।

এলিসন বলেন, ব্রিটিশ কাউন্সিল ভবনের বেশ কিছু অবকাঠামোগত সংস্কারের কাজ বাকি ছিল। সেগুলো শেষ হওয়ামাত্রই সেটি সবার জন্য আবার উন্মুক্ত করে দেয়া হবে। গুলশানে হামলার পর পুলিশি নিরাপত্তা নিয়ে হাইকমিশন খুশি।

তিনি জানান, বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিদেরও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।

নিরাপত্তার কারণে গেল ২৭ জুলাই বাংলাদেশে সাময়িকভাবে চারটি অফিসেরই কার্য্ক্রম বন্ধ ঘোষণা করে বৃটিশ কাউন্সিল।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh