• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘শিগগিরই খুলবে বৃটিশ কাউন্সিল’

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৭:৫৯

বাংলাদেশে সাময়িক বন্ধ থাকা বৃটিশ কাউন্সিল শিগগিরই খুলে দেয়া হবে। জানালেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। বললেন, ভবনের অবকাঠামোগত সংস্কার কাজ চলছে। শেষ হলেই ফের সবার জন্য উন্মুক্ত হবে বৃটিশ কাউন্সিল।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাত শেষে এ কথা জানান তিনি।

বিদেশিদের পাশাপাশি বাংলাদেশিদেরও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে জানান এলিসন। বলেন, গুলশানে হামলার পর পুলিশি নিরাপত্তা নিয়ে হাইকমিশন খুশি। সরকারের সহযোগিতা পেলে আরো কাজ করতে প্রস্তুত আমরা।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাজগুলো তাদের সামনে তুলে ধরা হয়। আপাতত গোয়েন্দা তথ্য দিতে দেশটিকে সহযোগিতা করতে বলা হয়।

বৃটিশ কাউন্সিল বন্ধের বিষয়ে আসাদুজ্জমান কামাল বলেন, অবকাঠামোগত সমস্যার কারণেই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষই অফিস বন্ধ করেছে। এতে শিক্ষার্থীদের ক্লাসের কিছু সমস্যা হলেও পরীক্ষা দিতে কোন সমস্যা হবে না।

নিরাপত্তার কারণে গেল ২৭ জুলাই বাংলাদেশে সাময়িকভাবে চারটি অফিসেরই কার্য্ক্রম বন্ধ ঘোষণা করে বৃটিশ কাউন্সিল।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh