• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুদকের ওপর মানুষের আস্থা কম : টিআইবি

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৫:২২

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকাণ্ডের ওপর সাধারণ মানুষের আস্থা কম। তাদের ধারণা, রাজনৈতিক হয়রানির জন্য একে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ : বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদনে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত দুদকের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়। এতে বলা হয়, আইনি কাঠামো অনুসারে দুদক একটি শক্তিশালী প্রতিষ্ঠান। তবে এর প্রতি সাধারণ মানুষের আস্থা খুবই কম।

প্রতিবেদনে বলা হয়, দুদক পুরোপুরি ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ তার পরিচয় দিতে পারেনি। ক্ষমতাসীন দলের রাজনীতিকদের ব্যাপারে সংস্থাটি নমনীয়। ২০১৫ সালে দুদকে তদন্তাধীন ৩৬ প্রভাবশালী ব্যক্তির মধ্যে ১৬ জন বিরোধী রাজনৈতিক দলের। আর তিনজন ক্ষমতাসীন দলের।

সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh