• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গ্যাসের দাম বাড়াতে গণশুনানি

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৩:১৬

ফের গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিলো সরকার। রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে(বিইআরসি) গণশুনানি শুরু হয়। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এগারো মাসের মাথায় গ্যাসের দাম বাড়াতে এ গণশুনানির উদ্যোগ নেয়া হয়।

এরআগে গেল বছর আগস্টে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়, যা ওইবছর সেপ্টেম্বরেই কার্যকর হয়।

গণশুনানিতে গ্রাহকভেদে ১০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করে কোম্পানিগুলো। বর্তমানে এক চুলার মাসিক বিল ৬০০ টাকা। দু’চুলা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে যথাক্রমে ১ হাজার টাকা এবং ১ হাজার ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

গণশুনানির প্রথমদিনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির সঞ্চালন মাশুল বাড়ানোর প্রস্তাবের বিষয়ে শুনানি হয়। সরকারি এ কোম্পানিটি প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন বাবদ বর্তমান কমিশন দশমিক ১৫৬৫ থেকে বৃদ্ধি করে দশমিক ৪২১৩ করার প্রস্তাব দেয়।

যদিও কোম্পানিটি অনেক আগে থেকেই প্রচুর মুনাফা করছে। গেল বছরে প্রফিট বোনাস বাবদ সর্বোচ্চ ৭ লাখ টাকা দেয়ার খবর পাওয়া যায়। তারপরও এই দাম বৃদ্ধির প্রস্তাবের কোন যৌক্তিকতা দেখছে না ভোক্তাদের সংগঠন ক্যাব।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২ টাকা ৮২ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা এবং শিল্পে বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ৬ টাকা ৭৪ পয়সা থেকে ১০ টাকা ৪৫ পয়সা নির্ধারণের প্রস্তাব রয়েছে। সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩৫ থেকে বাড়িয়ে ৫৮ টাকা, গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের দাম ৭ টাকা থেকে ১৬ টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করা হয়।

৮ আগস্ট তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ১০ আগস্ট পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ১১ আগস্ট বাখরাবাদ গাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ১৪ আগস্ট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ১৬ আগস্ট জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ১৭ আগস্ট সুন্দরবন গ্যাস কোম্পানির গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি হবে।

১৮ আগস্ট পেট্রোবাংলা, বাংলাদেশ গ্যাস ফিল্ডস, সিলেট গ্যাস ফিল্ডস ও বাপেক্সের সরবরাহ করা গ্যাসের পাইকারি মূল্য বাড়ানোর বিষয়ে গণশুনানি হবে। এতে অংশ নিয়ে মতামত দেয়ার সুযোগ রয়েছে ভোক্তাদের। তবে সকালে উপস্থিত হয়ে আলোচনায় নিজের নাম লেখাতে হবে।

এদিকে গ্যাসের দাম বাড়ানো চেষ্টার প্রতিবাদে কারওরান বাজার বিইআরসির সামনে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh