• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সকাল থেকে দুপুর, বইমেলা দখলে ছিলো শিশুদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৪

অমর একুশে বইমেলায় শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু প্রহরে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন।

মেলায় খ্যাতনামা লেখকদের বই যেমন রয়েছে, তেমনি আসছে নবীন লেখকদের মৌলিক গল্প, উপন্যাস আর গবেষণাধর্মী বইও। প্রকাশকরা বলছেন এখন পর্যন্ত মেলায় আসা পাঠক ও ক্রেতার সমাগমে তারা সন্তুষ্ট।

সকাল থেকেই চলে শিশুদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

মেলার আয়োজক বাংলা একাডেমি শুক্র ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়কে শিশু প্রহর ঘোষণা করেছে। শিশু এবং তাদের অভিভাবদের বই পড়া ও কেনার ব্যাপারে উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য বলে জানালেন সদস্যসচিব জালাল আহমেদ।

তিনি বলেন, এটা মূলত শিশু ও তাদের অভিভাবকদের বই পড়তে ও কিনতে আগ্রহী করার জন্য করা হয়েছে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশু প্রহর চালু থাকবে।

এ বছর মেলায় এখন পর্যন্ত গল্প, উপন্যাস আর মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের প্রতি বেশি পাঠক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানালেন বেশ কয়েকজন প্রকাশক।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh