• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গল্প-উপন্যাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের বই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১১

এবারের অমর একুশে গ্রন্থমেলায় গল্প, উপন্যাস ও কবিতার পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক, গবেষণা ও আত্মজীবনীমূলক বই কেনার প্রতিও পাঠকদের আগ্রহ রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেলার প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

গেলো বুধবার পর্যন্ত ৬৮১টি নতুন বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে বুধবার প্রকাশিত হয়েছে ১০৯টি বই। বৃহস্পতিবারও বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে গেলো কয়েকটি বছরের মেলা খুব একটা লাভজনক হয়নি।

এবার এমন কিছু হবে না বলেই আশা করা হচ্ছে। পাঠক সমাবেশ বাড়বে বলেই ধারণা সবার।

তাছাড়া এবার মেলা পরিচালনা কমিটি নিরাপত্তার ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তল্লাশি ছাড়া কাউকেও ঢুকতে দেয়া হচ্ছে না মেলায়। এসবই আশান্বিত করছে প্রকাশকদের।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh