• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯ পৌরসভায় ভোট চলছে

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১০:৩১

দেশের ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে ৮টিতে সাধারণ নির্বাচন ও একটিতে উপ-নির্বাচন হচেছ।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জাপা ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভাগুলো হচ্ছে, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভা। এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হচ্ছে।

ইসির দেয়া তথ্য অনুযায়ী, ৯ পৌরসভায় আওয়ামী লীগ ৯টি মেয়র পদেই দলীয় প্রার্থী দিয়েছে। বিএনপি মেয়র পদে প্রার্থী দিয়েছে ৭টি পৌরসভায়। শরীয়তপুরের নড়িয়ায় মেয়র পদে উপ-নির্বাচন ও নীলফামারীর ডোমার পৌরসভায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি। আর জাতীয় পার্টি-জাপা শুধুমাত্র দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় তাদের প্রার্থী দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh