• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় ‘কাটার মাস্টার মুস্তাফিজ’

মোঃ কামাল হোসেন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩২

এবারের অমর একুশে গ্রন্থমেলায় এলো বিশ্ব ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজুর রহমানকে নিয়ে লেখা বই ‘কাটার মাস্টার মুস্তাফিজ’। বইটি পাওয়া যাবে ২৭০-৭১ নং স্টলে। এনেছে রূপ প্রকাশন।

বিকেএসপির বাংলার শিক্ষক ড. শামীমুজ্জামান ও খাদেমুল ইসলাম যৌথভাবে লেখা বইটির মূল্য ২০০ টাকা।

রূপ প্রকাশনের মালিক কাজী আবদুল হক আরটিভি অনলাইনকে বলেন, ‘কাটার মাস্টার মুস্তাফিজ’ বইটি সোমবার বিকেলে মেলাতে আনা হয়েছে। বইটিতে তার মুস্তাফিজ হয়ে ওঠার পেছনের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে। তার পারিবারিক ছোটবেলার ঘটনাও আছে। তার সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। তার সম্পর্কে দেশি-বিদেশি কোচ ও ধারাভাষ্যকারদের পর্যবেক্ষণ ও বক্তব্যও এতে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ক্রিকেট নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই। মুস্তাফিজকে দিয়েই সেটির শুরু। মুস্তাফিজকে নিয়ে বই প্রকাশ করার উদ্দেশ্য হলো দেশের যারা ক্রিকেটার হবার স্বপ্ন দেখে তাদেরকে উদ্বুদ্ধ করা।

তিনি আরো বলেন, বইটি প্রকাশের পরে যে পরিমাণ সাড়া পেয়েছি, তা আগে আন্দাজ করতে পারিনি। আরো বেশি সাড়া পাওয়া যাবে বলেও আশা জানান কাজী আবদুল হক।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh