• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতিবিদরা ঘুষ নিয়ে চাকরি দেয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২১

পুলিশ ঘুষ খেয়ে মামলা এদিক-সেদিক করে- এ কথা সত্য। আর রাজনীতিবিদরাও ঘুষ খান। তারা টাকা নিয়ে চাকরি দেন। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে কমিউনিটিং পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা শুদ্ধ হলে সবাই ঠিক হয়ে যাবে। পুলিশে চাকরি দেয়ার কথা বলে রাজনীতিবিদরা টাকা নেয়। আর সেই টাকা তুলতে পুলিশ মানুষের কাছ থেকে টাকা নেয়। সব কিছুর জন্য এই বাহিনীকে দায়ী করা ঠিক না। রাজনীতিবিদরা শুদ্ধ হলে সব ঠিক হয়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দু’টি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি সাম্প্রদায়িক উগ্রবাদ অন্যটি মাদক। উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এ দু’টি অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের কোথাও এমন কোনো গ্রাম নেই, যেখানে ইয়াবা পৌঁছায়নি। ইয়াবার বিষাক্ত ছোবলে দগ্ধ হচ্ছে প্রতিটি গ্রাম। ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ। যে যেই দলই করি সবার আগে দেশ। তাই দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ ও মাদক কারো বন্ধু হতে পারে না।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh