• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘সরকার চালায় পোশাকধারী লোক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৬

আওয়ামী লীগ না, বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে পোশাকধারী লোক। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ব্যক্তির বদলে পোশাকধারী লোক সবকিছু নিয়ন্ত্রন করছে। ফলে সরকারের মাথায় রাজনৈতিক চিন্তা-ভাবনা কাজ করছে না।

তিনি বলেন, এ সরকারের আমলে রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের যেভাবে হয়রানি ও নির্যাতন করা হয়েছে, আর কোনো সরকারের সময় তা হয়নি। বর্তমানে আওয়ামী লীগ নেতারা গ্রামের মোড়লদের মতো আচরণ করছে। তারা এতটাই দেউলিয়া যে, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেন না। প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

ফখরুল বলেন, রাষ্ট্রপতি এখন কোনো দলের নন। তিনি দেশের ১৬ কোটি জনগণের অভিভাবক। আমরা আশা করি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে তিনি জাতিকে সঙ্কটমুক্ত করবেন। রাগ-অনুরাগের বশবর্তী হয়ে কাজ করবেন না।

তিনি আরো বলেন, অনেকে বলছেন, প্রধানমন্ত্রী যেভাবে ঠিক করে রেখেছেন সেভাবেই নির্বাচন কমিশন হবে। তবে আমরা আশা করি, রাষ্ট্রপতি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। তা হলে ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh