• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেলায় এসেছে শিশু সাহিত্য ‘মানুষ রূপে ভূত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০০

মেলায় এসেছে নাজমা রহমান ঝর্ণার শিশু সাহিত্য ‘মানুষ রূপে ভূত’ ও গীতিকবিতার সংকলন। সৃজনশীল প্রকাশনী চৈতন্য বই দু’টি প্রকাশ করেছে।

নাজমা রহমান ঝর্ণা এতোদিন গান, কবিতা গদ্য লিখেছেন বিভিন্ন সাময়িকীতে। এবারই প্রথম প্রকাশ হলো তার বই দু’টি।

এ বিষয়ে নাজমা রহমান বলেন, ‘মানুষ রূপে ভূত’ বইটি উৎস্বর্গ করেছেন তার দু' সন্তান ফারাবি, ফুয়াদ ও সকল কোমলমতি শিশুদের। আর গীতিকবিতা উৎস্বর্গ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ এর বীর মুক্তিযোদ্ধাদের।

ভ্রমণ পিপাসু নাজমা রহমান স্বামীর চাকরিসূত্রে ঘুরেছেন নানা দেশে। সঞ্চয় করেছেন নানা অভিজ্ঞতা। সিরাজগঞ্জে জন্ম নেয়া ঝর্ণা পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে। বই দু’টির বিষয়বস্তু শিশু-কিশোর ও দেশপ্রেমিক পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে তাঁর বিশ্বাস।

বইটি পাওয়া যাবে একুশে বইমেলার ৬৩৪-৬৩৫ চৈতন্য'র স্টলে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh