• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শুদ্ধ বানানের জন্য যুদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৩

ভাষার মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গ্রুপ ডেসপারেটলি সিকিং এক্সপ্লিসিট - ডিএসই ভুল বানানের সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ ব্যানার ও ফলকের সংশোধনে একটি ইভেন্ট তৈরি করেছে।

চলতি মাসের ৫ থেকে ২১ তারিখ পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে সংশোধনের এ আয়োজনটির নাম 'বর্ণ নিয়ে'। এর স্লোগান হচ্ছে, 'মাতৃভাষায় কথার প্রাণ, শুদ্ধ হোক সকল বানান।'

গ্রুপের অ্যাডমিন জেবিন ইসলাম আরটিভি অনলাইনকে জানান, এ ভাষা আমার, এ ভাষা আপনার, এ ভাষা আমাদের। তাই এর সুরক্ষার দায়িত্বও আমাদের ওপর।

তিনি বলেন, ঢাকাকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন এলাকায় স্থানীয় ভলান্টিয়ার এবং সংগঠনের অ্যাডমিনদের অংশগ্রহণে এসব কাজ করা হবে।৫ ফেব্রুয়ারি একজন ভাষাসৈনিককে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আজিমপুর এবং এর আশেপাশের এলাকায় কাজ শুরু হবে।

ওইসব এলাকার ভুল বানান সম্বলিত সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ ব্যানার, ফলকের ছবি তুলে গ্রুপের পোস্টের কমেন্ট থেকে লোকেশন নিশ্চিত করা হবে বলে যোগ করেন তিনি।

ওয়াই/কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh