• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় বঙ্গবন্ধুর ভাষণের সংকলন 'ওঙ্কারসমগ্র'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭

এবারের একুশে বইমেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণের সংকলন প্রকাশিত হচ্ছে। বইটির নাম রাখা হয়েছে 'ওঙ্কারসমগ্র'।

বঙ্গবন্ধুর শতাধিক ভাষণ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ ৬৭টির শ্রুতিলিপি আকারে বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইমেলায় ঐতিহ্য প্রকাশনীর স্টলে এটি পাওয়া যাবে।

বইটির শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

ঐতিহ্য প্রকাশনী বলছে, ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন সমাবেশে ও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণগুলোই এ বইয়ে সংকলিত করা হয়েছে। এসব শ্রুতিলিপির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে।

৩৫০ পৃষ্ঠার রয়েল সাইজ বইটির মূল্য ধরা হয়েছে ৭৫০.০০ টাকা।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh