• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যাদের নাম দিলো আওয়ামী লীগ-বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:১৮

সার্চ কমিটির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা জমা দিলো আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবালয়ে এ তালিকা জমা দেয় দলগুলো।

আওয়ামী লীগ ৫ জনের নাম জমা দিয়েছে। তারা হলেন সাবেক মুখ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মুহাম্মদ, সাবেক মুখ্য সচিব এমএ করিম, সাবেক সচিব মঞ্জুরুল হোসেন ও অধ্যাপক ড. সাদেকা হালিম।

অন্যদিকে, ৬ জনের নাম দিয়েছে বিএনপিও। তারা হলেন- অধ্যাপক তাসনিম এ রহমান, আইনজীবী শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সচিব আসাফউদ্দৌলা, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ও লেফটেন্যান্ট ফজলুর রহমান।

এর আগে সার্চ কমিটি ৩১ টি দলের কাছে নাম প্রস্তাব করতে বললে ২৫ টি দল নাম জমা দেয়। ২ টি দল কারণ ব্যাখ্যা করে নাম জমা দেয়নি। ৪টি দল এখনো সাড়া দেয়নি।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh