• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:৫০

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর পরীক্ষার্থী সংখ্যা ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন। গেলো বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসময় তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, ৮টি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) ১ লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

তিনি আরো বলেন, এবছর ২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে। এছাড়া বিদেশে ৮টি কেন্দ্র থেকে পরীক্ষা দেবে ৪৪৬ জন।

প্রশ্ন ফাঁসের বিষয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, কেউ প্রশ্নফাঁসের পেছনে ছুটলে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh