• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪১ নারী ও শিশু ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১৬:০৫

অনলাইন ডেস্ক: সারাদেশে নতুন আরো ৪১টি নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল অনুমোদন দেয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, চূড়ান্ত অনুমোদন পেতে এটি আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। এরপর ট্রাইব্যুনালগুলো গঠন করা হবে।

৪১ জন বিচারকসহ মোট ২৪৬টি পদ সৃষ্টির প্রস্তাবটিও মন্ত্রণালয় অনুমোদন দেয়। যানবাহন ও অফিস সরঞ্জামাদি কেনার বিষয়টিও এর মধ্যে রয়েছে।

নতুন প্রস্তাবিত ট্রাইব্যুনাল : রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরা, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পিরোজপুর ও ভোলা জেলা।

বর্তমানে দেশের ১৮ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেই। এসব জেলায় এ সংক্রান্ত মামলাগুলোর বিচার চালান ভারপ্রাপ্ত বিচারকরা। বাকি ৪৬ জেলায় স্থাপিত ৫৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় দেড় লাখ মামলা বিচারাধীন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh