• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইসি নিরপেক্ষ না হলে মানবে না বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৭, ১২:৪৭

সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন না হলে তা মানবে না বিএনপি। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা জিয়াউর রহমানের ৮১তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে। যারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখে তাদের দিয়ে নয়। শক্তিশালী কমিশন না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। আমরা আশা করবো তিনি সবার কাছে গ্রহণযোগ্য সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। তা না হলে জনগণ প্রত্যাখ্যান করবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে চলমান সংকট নিরসনে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আর তার জন্য প্রয়োজন শক্তিশালী নির্বাচন কমিশন। যাদের ওপর সবার আস্থা থাকবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh