• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতি আন্তরিক হলে সংকট কেটে যাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ২২:৫৯

'জনগন রাজনৈতিক সংকটের নিরসন চায়। রাষ্ট্রপতি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করা উচিত। রাষ্ট্রপতি যদি আন্তরিকভাবে কথাটি বলে থাকেন, তাহলে তিনি সত্যি কথা বলেছেন।' জানালেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি আন্তরিক হলে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলেও আশা করেন বিএনপির এই মুখপাত্র।

বুধবার বিকেলে বিএনপির উদ্যোগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, আমরা আলোচনা চাই, সংলাপ চাই। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, এটাই আমরা চাই। কিন্তু দুর্ভাগ্য যে আগেই প্রধানমন্ত্রী সেটা নাকচ করে দিয়েছেন।'

এসজে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh