• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সার্ক ভালোভাবেই সক্রিয় আছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:২০

দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের কার্যকারিতা এখনো শেষ হয়ে যায়নি।এখনো যথেষ্ট কাজ করার সুযোগ আছে। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোস কংগ্রেস সেন্টারে ৪৭তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ‘হারনেসিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক ইন্টারেক্টিভ সেশনে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

সার্কের কার্যকারিতা হারানোর অভিযোগ উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, এ আঞ্চলিক জোট ভালোভাবেই সক্রিয় আছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় সবচে’ বড় বাধা দারিদ্র্য।দারিদ্র্য বিমোচনে সার্কভূক্ত দেশগুলোকে ব্যবসা-বাণিজ্য জোরদার করতে হবে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে হবে।

সেখানে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীদের কানেকটিভিটি বাড়াতে সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ এবং সাফটাকে শক্তিশালী করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সার্ক স্যাটেলাইট উত্তেক্ষেপণের পরিকল্পনার কথা জানান।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh