• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তেলের দাম না কমানোর সিদ্ধান্ত সরকারের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৪৬

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হওয়ায় আপাতত জ্বালানি তেলের দাম কমানোর চিন্তা নেই সরকারের। জানালেন জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সচিবালয়ে ইন্সটলেশন অব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নে ফ্রন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইনের (এফইইডি) সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। বিশ্বব্যাংকও জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে। এমন পরিস্থিতিতে আপাতত দাম না কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, ইন্সটলেশন অব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রকল্পটি ১০ বছরের পুরোনো। এটি বাস্তবায়নে ২শ’ কোটি টাকা ব্যয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৩০ বছরের জন্য জমি বরাদ্দ নেয়া হয়েছে। ইউরো ফাইভ ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি বিশ্বের যেকোনো স্থান থেকে আনা অপরিশোধিত তেল পরিশোধন করবে। এর দ্বারা সরকারের বছরে সাশ্রয় হবে ৮শ’ থেকে ৯শ’ কোটি টাকা। ৫/৬ বছরের মধ্যে বিনিয়োগ করা অর্থ উঠে আসবে।

প্রতিমন্ত্রী আরো জানান, প্রকল্পের মেয়াদ হবে ৩০ বছর।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh