• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৭, ১০:২২

তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ‘শ্যাপিং এ নিউ ওয়াটার ইকোনমি’শীর্ষক সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহৎ তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পোশাক কারখানাগুলো বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড ও রিটেইলারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে।

এর আগে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লস সোয়াবের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশ ও আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে ঢাকায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি সভা আয়োজনের আহ্বান জানান শেখ হাসিনা।

বৈঠকে তিনি আরো বলেন, বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তায় বাধা-বিপত্তি কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানাতে ক্লসের প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশকে আরো বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বব্যাপী ব্র্যান্ডিংয়ের পরামর্শ দেন ক্লস।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh