• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৮ দিনের রিমান্ডে গান্ধী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৬

হলি আর্টিসানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে ৮ দিনের রিমান্ড দিলেন আদালত।

শনিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে কাউন্টার টেরোরিজম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতে টাঙ্গাইলে অ্যালেঙ্গা থেকে রাজীব গান্ধীকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর জিজ্ঞাসাবাদে সে গুলশান, শোলাকিয়া হামলা, জাপানি নাগরিক হত্যাসহ ২২ হত্যা ও পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

গুলশানের হলি আর্টিসানে হামলার পর এ প্রথম সরাসরি এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করলো পুলিশ।

এর আগে এ মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

অধিক তদন্ত ও তথ্যের জন্য তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গেলো ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৭ বিদেশি, ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। পরের দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গি।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh