• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকট

ঢাকায় সু চি'র বিশেষ দূত কিউ তিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৭, ২৩:০৭

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি'র বিশেষ দূত কিউ তিন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে তিনি বৈঠক করবেন।

গেলো বছরের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের ৯ জন 'বর্ডার গার্ড পুলিশ' (বিজিপি) নিহত হবার পর দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বড় ধরনের অভিযান শুরু করে।

জাতিসংঘ বলছে, অভিযান শুরুর পর প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। নিহত হয়েছেন কয়েকশ’।

এসজে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh