• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

জিয়ানগর ফের ইন্দুরকানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৪

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ফের ইন্দুরকানি করা হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে ২০০২ সালে ইন্দুরকানি উপজেলার নাম পরিবর্তন করে 'জিয়ানগর' করে।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে উপজেলার নাম পরিবর্তনের দাবি ওঠে। তবে এতোদিন বিষয়টি আটকে ছিল।

সোমবার নিকারের বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ইন্দুরকানি নামটি ফিরিয়ে আনা হয়।

বৈঠকে কুমিল্লা জেলায় লালমাই নামে একটি উপজেলা এবং চট্টগ্রামের দোহাজারি ইউনিয়নকে পৌরসভার করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

৯টি ইউনিয়ন নিয়ে নতুন এই উপজেলা গঠিত হবে। সদস উপজেলা থেকে ৮টি ও লাকসাম থেকে ১টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই হবে দেশের ৪৯১তম উপজেলা।

এসজে/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh