• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ছিল সবচেয়ে কম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৭, ১৬:১৬

গেলো সাড়ে ৪ বছরের মধ্যে দেশে গত ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ছিল সবচেয়ে কম। ওই মাসে মুদ্রাস্ফীতি ছিল ৫ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ তথ্য জানানো হয়। এছাড়া বাংলা ভাষাকে এক প্লাটফর্মে নিয়ে আসতে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে এ ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পসহ মোট ৬টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। যার মোট ব্যয় ২ হাজার ৪শ ৭৪ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২ হাজার ২ কোটি ৬৫ লাখ টাকা, আর বাকি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব তথ্য তুলে ধরেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh