• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

একলাই করবো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৭, ১৬:৩১

আসছে সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি। জানালেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা জানান।

এরশাদ বলেন, আমরা যতোবার জোটগতভাবে নির্বাচন করেছি, ততোবারই ক্ষতির মুখে পড়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি আসছে নির্বাচন একলাই করবো।

তার দাবি, জাতীয় পার্টি শক্তিশালী দল। একা নির্বাচন করার যথেষ্ট শক্তি আছে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, জাতীয় পার্টির যে শক্তি দেখছি, তাতে আমাদের কারো সঙ্গে হাত মেলানোর দরকার নেই। আমরা একলাই নির্বাচন করবো, একলাই, একলাই।

জনসভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ সিনিয়র প্রেসিডিয়াম সদস্যরা বক্তব্য রাখেন।

এতে দলের চেয়ারম্যানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দায়িত্ব নেন রওশন এরশাদ।

তিনি বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে দলের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। আপনারা (নেতাকর্মী) আসছে নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh