• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনায় কুবি বন্ধ

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১২:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এজন্য সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রদের এবং দুপুর ২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। প্রক্টর আয়নাল হক সাংবাদকিদের এ তথ্য জানিয়েছেন।

গেল রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগ নেতা সাইফুল খালিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খালিদ কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়