• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২০১৬তে সড়কে ঝরেছে ৪ হাজার ১৪৪ প্রাণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৭, ১৩:৪৭

২০১৬ সালে ২ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪ হাজার ১৪৪ জন। আহত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে নিসচা।
এতে প্রতিবেদন উপস্থাপন করেন চিত্রনায়ক ও নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

প্রতিবেদনে বলা হয়, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অশিক্ষিত চালক, ক্রটিপূর্ণ যানবাহন, অনিয়ন্ত্রিত গতি, জনগণের অসচেতনতা, আইন ও তা যথারীতি প্রয়োগ না করার কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটছে।

২০১৬ সালে সবচেয়ে বেশি দুর্ঘটনার ঘটেছে ট্রাকের মাধম্যে। বাস দুর্ঘটনার সংখ্যা ৭১০টি, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দুর্ঘটনা ৬৬২টি, প্রাইভেটকার ও মাইক্রোবাসের দুর্ঘটনা ১৯২টি, অটোরিকশা, ইজিবাইক, লেগুনা নসিমন, টেম্পু, ভটভটি, আলমসাধু ও মহেন্দ্রসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ৩৮৭টি। মোটরসাইকেলে ২৪৯টি এবং বিভিন্ন যানবাহনসহ রেল দুর্ঘটনা ঘটেছে ১৮৪টি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh