• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোমবাতি প্রজ্জলনে শুরু শোকাবহ আগস্ট

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৬, ১০:৩৭

রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলনের মাধ্যেমে শুরু হলো শোকাবহ আগস্ট।১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।সেদিন একদল বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন তিনি।

ধানমণ্ডির ৩২ নম্বরে নিহতদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে প্রথম মোমবাতি প্রজ্জলন করে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও কয়েকটি সহযোগী সংগঠন মোমবাতি প্রজ্জলন করে।

মোমবাতি প্রজ্বালন ছাড়াও আলোর মিছিল ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বন্ধুর স্বজন ও নিরাপত্তা কর্মীরাসহ মোট ১৬ জন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh