• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘আগস্ট মাসে বড় হামলার আশঙ্কা’

অনলাইন ডেস্ক
  ৩১ জুলাই ২০১৬, ১৮:৪১

‘জঙ্গিরা বড় ধরণের হামলার জন্য আগস্ট মাসকে বেছে নিতে পারে। এজন্যই দলীয় এমপিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সেতুর কাজ পরিদর্শনে এসেছে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় প্রথম কাজ হচ্ছে গ্রামপর্যায়ে প্রতিরোধ কমিটি করা। গণজাগরণ সৃষ্টি করা।

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, আরেকটা নির্বাচন আমাদের আগামী সোয়া দুই বছরের মধ্যে করতে হবে। মেয়াদ শেষ হবার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে। এজন্য নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আগাম নির্বাচন বিভিন্ন দেশে হয়। এখানে হবে কি না, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি সোয়া দুই বছর পর নির্বাচন হবে এটা মাথায় রেখে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh