• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গ্যাসের দাম বাড়ছেই

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০১৬, ১৬:২৪

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ আসছে দেশবাসীর জন্য। যৌক্তিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়ছে সব ধরনের গ্যাসের দাম। এ নিয়ে বিইআরসি’র প্রস্তুতিও প্রায় শেষ। এখন কেবল ঘোষণার অপেক্ষা।

বিইআরসি বলছে, গ্যাস খাতের উন্নয়ন ও কর্মকর্তা-কর্মচারিদের বেতন সমন্বয়ের জন্য দাম বাড়ানো হচ্ছে। আর বিশ্লেষকরা বিষয়টি দেখছেন, সরকারের ব্যবসায়িক মনোভাব হিসেবে।

আগস্টের গণশুনানিতে গ্যাস উৎপাদন ও বিতরণকারী সরকারি কোম্পানিগুলো গড়ে ৯৪ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। যদিও দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি একটি কোম্পানিও। তারপরও দাম বাড়ছে।

অবশ্য দাম কতোটা বাড়ছে তা জানাতে রাজি হননি বিইআরসি’র কর্মকর্তা। তবে সূত্র বলছে, বাসাবাড়িতে ২ চুলার দাম সাড়ে ৬শ’ থেকে বেড়ে সাড়ে ৮শ’, আর এক চুলার নতুন দাম হতে পারে সাড়ে ৬শ’ টাকা। আর রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি’র দাম হতে পারে প্রতি ইউনিট ৪৫ টাকা। বাড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানার গ্যাসের দামও।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh