• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫ জানুয়ারি আদালতে না গেলে খালেদার জামিন বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আসছে ৫ জানুয়ারি আদালতে হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল হবে। জানালেন বিএনপি নেত্রীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদকে জেরা শেষে এ আদেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

তিনি বলেন, আসছে ৫ জানুয়ারি আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার অসমাপ্ত বক্তব্য শেষ করতে দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। এদিন আত্মপক্ষ সমর্থনে আসামিরা স্ব-শরীরে হাজির না হলে জামিন বাতিল করা হবে।

মামলার বিবরণীতে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ’ ৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা, তারেকসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এইটটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh