• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নোয়াখালীতে ভোট স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ

মনির হোসেন বাবু, নোয়াখালী

  ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯

নোয়াখালীর বেগমগঞ্জে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রার্থীদের সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ ক'জন আহত হন।

সকাল সাড়ে দশটার দিকে বাংলাবাজার-কালিকাপুর ৬ নম্বর কেন্দ্রে ভোট স্থগিত করলে সড়ক অবরোধ করেন প্রার্থীদের সমর্থকরা। এসময় বেশ ক'টি ককটেল ফাটিয়ে ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন তারা। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, 'কিছু সমর্থক ভোটগ্রহণের দাবিতে রাস্তা অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজনকে আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে।'

এ বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদরে মুনির আরটিভি অনলাইকে জানান, 'হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় একটি বার্তা পাঠায়। সে বার্তার উপর নির্ভর করেই সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।'

এসজে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh