• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

স্পিকারের ই-মেইল : এলাকা ছাড়তে হবে সাংসদদের

অনলাইন ডেস্ক
  ২৭ ডিসেম্বর ২০১৬, ২২:০৬

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতে সংসদ সদস্যদের নিজ এলাকা ত্যাগ করতে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এছাড়া সাংসদদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে মেইল চেক করতেও বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যদের নির্বাচনী আচরবিধি মেনে চলতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন কমিশন। ওই চিঠি আমলে নিয়ে বিকেলে সাংসদদের ই-মেইল পাঠানো হয় স্পিকারের কার্যালয় থেকে।

অন্যদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের আশপাশে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল আহসানের সই করা প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, জেলা পরিষদ ভোট উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত কেন্দ্রের আশপাশের এলাকায় অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের ক্ষেত্রে এটা শিথিল থাকবে। এ ছাড়া হাইওয়ে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh