• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কর্মক্ষেত্রে মারা গেলে শ্রমিক পাবেন ৫ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৫

কর্মক্ষেত্রে মারা গেলে নিহতের পরিবার ৫ লাখ টাকা পাবে। আগের ২ লাখ টাকার সঙ্গে শ্রমিক কল্যাণে সরকার গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে দেয়া হচ্ছে আরো ৩ লাখ টাকা। এছাড়া শ্রম আইন অনুযায়ী, মালিক পক্ষের দেয়া সুযোগ সুবিধাও পাবে শ্রমিকরা। ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

আগে তহবিলে জমাকৃত অর্থ থেকে সুবিধাভোগীদের দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা বা অঙ্গহানি হলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হতো।

এদিকে, কেন্দ্রীয় তহবিল এখন পর্যন্ত ৩০ কেটি টাকা জমা হয়েছে। এ তহবিলের পুরো অর্থ গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। কোনো শ্রমিকের সন্তান পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলে ৩ লাখ টাকা, সাধারণ বিষয়ে ভর্তির সুযোগ পেলে ৫০ হাজার টাকা, কোনো শ্রমিক দুরারোগ্য রোগে আক্রান্ত হলে ১ লাখ টাকা, পঙ্গুত্ববরণ করলে ২ লাখ টাকা, একটি অঙ্গহানি ঘটলে ১ লাখ টাকা এ তহবিল থেকে দেয়া হবে।

শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের কল্যাণে সম্প্রতি এ তহবিল গঠন করে সরকার।

গেলো ১ জুলাই থেকে পোশাক শিল্পের রপ্তানি আয়ের ০ দশমিক ০৩ ভাগ সরাসরি শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমনটা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh