• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

স্বামীর চাপেই জঙ্গি হন নারীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯

নিজেদের ইচ্ছায় নয়, মূলত স্বামীর চাপের মুখেই নারীরা জঙ্গিবাদে অংশ নিচ্ছে। প্ররোচনা ও মগজ ধোলাই করে তাদেরকে এ সন্ত্রাসী কর্মকাণ্ডে নেয়। বললেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘মূলত তানভীর কাদেরীর স্ত্রী স্বামীর প্ররোচণায় জঙ্গিবাদে এসেছেন। তাকে এ পথে আসতে তানভীর কাদেরীই বাধ্য করেছিলেন। অথচ ওই নারী জঙ্গিবাদ পছন্দ করতেন না। মাথা গোজার ঠাঁইয়ের কথা চিন্তা করেই এ পথে আসতে বাধ্য হয়েছেন তিনি।’

মনিরুল বলেন, ‘আশকোনার সূর্য ভিলার অস্ত্র-গোলাবারুদের অর্থ কোথা থেকে এসেছে সে বিষয়ে ভাসা ভাসা তথ্য মিলছে। তবে জঙ্গি মাঈনুল ইসলাম মূসাকে গ্রেপ্তার করা হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওই বাসাটি মূলত জঙ্গি মূসাই ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকতো।’

কাউন্টার টেররিজম প্রধান আরো বলেন, ‘সূর্য ভিলায় কারা কারা আসতো তাদের কিছু নাম পাওয়া গেছে। মূলত এ আস্তানাটি অফিস কাম বাসা হিসেবে ব্যবহার হতো। আর মূসা সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। মাঝে মধ্যে এ বাসায় আসতেন। জিজ্ঞাসাবাদে যাদের নাম পাওয়া গেছে তাদের বিষয়ে তদন্ত চলছে এবং আত্মসমর্পণকারীদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এদিকে গেলো শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত আশকোনার ‘সূর্যভিলা’য় চলে ‘অপারেশন রিপল ২৪’ নামে এ অভিযান। এতে নিহত হন দু’জঙ্গি। তাদের মধ্যে এক নারী জঙ্গি আত্মঘাতী হন। আত্মসমর্পণ করেন দু’শিশুসহ দু’নারী। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় এক শিশু। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমসি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh