• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ভালো বই শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে রাখবে’

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৬, ১৬:০২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের বেশি বেশি করে ভালো বই পড়তে হবে। এমন বই, যা তাদের বিবেক জাগ্রত করবে। শুধু ভালো গাড়ি চড়লে, বড় স্কুল-কলেজে পড়লেই হবে না। শিক্ষার্থীদের সবার আগে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরাও জঙ্গিবাদের শিকারে পরিণত হচ্ছি। আমাদের দেশের মেধাবী ছেলেদের জঙ্গিদলে ভেড়ানো হচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম এসেছে তাদেরকে আগেই সতর্ক করা হয়েছিল। তাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু তারা কথা শোনেননি।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একজন শিক্ষার্থী যদি ৮০টা বই পড়ে, তখন তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, তার হৃদয় উন্নত হবে। সে নিজেকে, দেশকে ভালোবাসতে শিখবে। পৃথিবীকে বড় করে দেখতে শিখবে।”

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এক্সেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওতায় ঢাকা বিভাগের ৪৪টি উপজেলা থেকে আসা ১৫৩ জন সংগঠককে সংবর্ধনা দেওয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh