• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাখাওয়াতের সঙ্গে নাস্তা করতে চান আইভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ২৩:৩২

আমি অবশ্যই উনার পরামর্শ নেবো। সহযোগিতা চাইবো। আমার কথা অনুযায়ী, উনি যদি অনুমতি দেন, তাহলে আমি সকালে উনার বাসা যাব; দেখা করে একসঙ্গে নাস্তা করতে চাই। এভাবেই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানের সঙ্গে শুক্রবার সকালে নাস্তা করার ইচ্ছা জানালেন সেলিনা হায়াৎ আইভী।

দেশজুড়ে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর গণমাধ্যমের মুখোমুখি হন আইভী। এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, কোনো বিষয়ে সাখাওয়াতের সহযোগিতা চাইবেন কি না? তখন তিনি এসব কথা জানান।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। আর রাত সাড়ে ১০টার মধ্যেই ১শ ৭৪ কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ৭৭ হাজার ৯০২ ভোটে পরাজিত করেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পান ৯৬ হাজার ৬৭৪ ভোট।

এরপরই গণমাধ্যমের মুখোমুখি হন সেলিনা হায়াৎ আইভী। এসময় তিনি তার বিজয় আপামর নারায়ণগঞ্জবাসী ও সমগ্র বাংলাদেশের শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেন। ভোট সুষ্ঠু ও অবাধ হওয়ায় কৃতজ্ঞতা জানান নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। সবশেষ সবাইকে নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন আইভী।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh