• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘বন্যা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে’

অনলাইন ডেস্ক
  ৩০ জুলাই ২০১৬, ১৪:০৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা মোকাবেলায় দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, দেশের ১৬ জেলার তিন লাখ ৯৩ হাজার পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে। সরকার সাধ্যমতো তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে।

মন্ত্রী জানান, বন্যাকবলিত লোকজনকে এ পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা ও সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ৭০টি মেডিকেল টিম কাজ করছে।

মায়া বলেন, বন্যা শেষে উত্তরবঙ্গে এ সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদারকি দল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ছাড়া বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh