• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্দার অন্তরালে কারচুপির শঙ্কা রিজভীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) অবাধ ও সুষ্ঠু হয়েছে। তবে শেষ মুহূর্তে পর্দার অন্তরালে ভোট গোণা ও ফলাফল ঘোষণায় সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে। এ শঙ্কা জনালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকেলে নাসিক নির্বাচন শেষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা জানান।

রিজভী বলেন, এ সরকারের সময়ে নির্বাচনে ফলাফল ছিনিয়ে নেয়ার ঘটনা আমরা বহুবার দেখিয়েছি। শঙ্কা হচ্ছে, শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ঘটে কি না। তাই প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে আবেদন ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পর্দার অন্তরালে যেনো কিছু না ঘটে।

তিনি বলেন, বাহ্যিকভাবে সারাদিন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে পর্দার অন্তরালে কি ঘটবে তা জানি না। ফলাফল ঘোষণার পরই তা জানা যাবে।

আমাদের প্রার্থী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, যদি সত্যিকার অর্থে কোনো কারচুপি না হয়, তাহলে জনগণের ইচ্ছা মেনে নেবো। তবে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু হতে পারে।

এর আগে সকালে ও দুপুরে সংবাদ সম্মেলন করে রিজভী বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh