• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তরুণ ভোটারদের উচ্ছ্বাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৬:২৭

উচ্ছ্বাস উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো। নতুন ভোটারদের আনন্দটা একটু বেশিই লক্ষ করা যায়। এবারের নির্বাচনে নতুন ভোটাররা ব্যাপক উৎসাহের সঙ্গে শহরের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দিতে পেরে দারুণ খুশী তারা। নির্বাচনে যেই জিতুক না কেনো তরুণদের প্রত্যাশা নারায়ণগঞ্জ হবে একটি মডেল সিটি করপোরেশন। তারা চান সন্ত্রাস ও মাদক মুক্ত শহর। একই সঙ্গে পর্যাপ্ত খেলার মাঠের পাশাপাশি বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তারা।

সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১শ’ ৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৪ লাখ ৭৪ হাজার ৯শ’ ৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬শ’ ৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২শ’ ৬৯ জন।

এইচএম/এফএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh