• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সর্বোচ্চ সতর্কতায় নারায়ণগঞ্জ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৭

সর্বোচ্চ সতর্কতায় হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) ভোট। দেশজুড়ে আলোচিত এ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিতে গেলো প্রায় সপ্তাজুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা। ফলশ্রুতিতে সন্তোষজনক পরিস্থিতিতেই শেষ হলো ভোট নেয়া পর্ব। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গোণা থেকে শুরু করে ফল ঘোষণা এবং পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী।

পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসব পরিবেশেই স্বস্তিতে ভোট দিলেন ভোটাররা। নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন ভোটের নিরাপত্তায়। ২৭টি ওয়ার্ডের ১শ’ ৭৪ ভোটকেন্দ্রের ১ হাজার ৩শ’ ৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১শ’ ৩৭টিকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh