• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোট বর্জনের প্রশ্নই আসে না : রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৭:৪১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট বর্জনের প্রশ্নই আসে না। বিএনপি শেষ পর্যন্ত থাকবে, এটাই সিদ্ধান্ত। বললেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বললেন।

রিজভী বলেন, কোনো বাধাই ধানের শীষের জোয়ার ঠেকাতে পারবে না। দুঃশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক ভোট বিপ্লব ঘটবে। ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিপুল ভোটে জয়ী হবে।

তিনি বলেন, দৃশ্যত এখনো নির্বাচনী পরিবেশ ভাল থাকলেও মানুষের অস্বস্তি ও শঙ্কা দূর হয়নি। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, নির্বাচনে সরকারের প্রভাব বিস্তারের কোনো অপতৎপরতা দেখা গেলে এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোট শান্তিপূর্ণ করবে নির্বাচন কমিশন।

বিএনপি নেতা বলেন, বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে সিটি করপোরেশন এলাকার আশপাশে শাসক দলের ক্যাডাররা অবস্থান করবে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষ কায়দায় নির্বাচনের দিন তারা বিভিন্নভাবে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে।

এমসি / এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh