• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫ জানুয়ারি হজের প্রাক নিবন্ধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৬, ১৯:১৭

২০১৭ সালের হজে গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন শুরু হবে ১৫ জানুয়ারি। বললেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

রাজধানীর হজ ক্যাম্পে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ প্রাক নিবন্ধন কার্যক্রমে জড়িতদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গেলোবছর যারা প্রাক নিবন্ধন করেও যেতে পারেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে এবার হজে যাবেন। প্রাক নিবন্ধন থেকে শুরু করে হজ পালন পর্যন্ত সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সুব্যবস্থা নিশ্চিতের চেষ্টা চালাবে।

গেলোবছর ১লাখ ১ হাজার ৮২৯ জন হজ পালন করেন। কিন্তু হজ পালন করতে ইচ্ছুক মোট প্রাক নিবন্ধনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার। ফলে প্রাক নিবন্ধন করেও ৩৮ হাজারেরও বেশি মানুষ হজে যেতে পারেনি।

এমসি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh