• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদাকে জনসংযোগ করতে না দেয়া পরিকল্পিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৬, ১৪:৩১

খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জনসংযোগে অংশ নিতে না দেয়া পরিকল্পিত। অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার নারায়ণগঞ্জ যাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। নির্বাচনে তিনি কোন কোন এলাকায় গণসংযোগ চালাবেন সেই ম্যাপও প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করে বহিরাগতদের প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়ায় খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়া সম্ভব হলো না।

তিনি আরো বলেন, এর আগে যে কোনো নির্বাচনে ভোটের ৪৮ ঘণ্টা আগে বাইরে থেকে যাওয়া রাজনৈতিক দলের নেতাকর্মীদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হতো। এটাই ছিল আইন। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হলো। খালেদা জিয়া বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে আরো ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে ভেবেই এ সরকার ইসিকে দিয়ে এই পরিপত্র জারি করিয়েছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে দাবি করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ডিএইচ /এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh