• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘দেশে তিনটি যুদ্ধ চলছে’

অনলাইন ডেস্ক
  ২৯ জুলাই ২০১৬, ১৫:৫৭

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বর্তমানে দেশে তিনটি যুদ্ধ চলছে- জঙ্গি দমনের, উন্নয়নের এবং সুশাসন প্রতিষ্ঠার। এ তিন যুদ্ধে জেলা প্রশাসকদের সংবিধানের নির্দেশিত চার নীতির আলোকে ভূমিকা রাখতে হবে।গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটি তাদের সাংবিধানিক দায়িত্ব।’

জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন শুক্রবার সচিবালয়ে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিসিরা সরকার এবং জনগণের মাঝখানে সেতুবন্ধনের মতো দায়িত্ব পালন করেন। তারা সরকারের নির্দেশনা শোনেন, বাস্তবায়ন করেন। জনগণের প্রত্যাশা সরকারের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও ডিসিরা রাষ্ট্র ও সরকারের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই দেশে চলমান সমস্যাগুলো মোকাবেলায় তাদের সজাগ দৃষ্টি রেখে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh