• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবারেই বন্দী স্থানান্তর শেষ করার আশা

অনলাইন ডেস্ক
  ২৯ জুলাই ২০১৬, ১৫:৩৬

শুক্রবারেই রাজধানীর নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর শেষ হবে বলে আশা করছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। শুক্রবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশার কথা জানান ।

শুক্রবার ও শনিবার এ দুই দিনে সাড়ে ছয় হাজারেরও বেশি কয়েদি ও হাজতিকে স্থানান্তর করার কথা থাকলেও এখন তা শুক্রবারের মধ্যেই সম্ভব বলে মনে করছেন আইজি প্রিজন।

বর্তমানে নতুন কারাগারের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারাগারের নির্মাণ কাজের সময় কিছু ত্রুটি চিহ্নিত করা হয়েছিল। পরে পিডব্লিউডিকে আমরা বিষয়টি জানাই। তারা ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার ভোর থেকে বন্দী স্থানান্তর চলছে। দুপুর পর্যন্ত আড়াই হাজার বন্দীকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়েছে।

নতুন কারাগারে বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে আইজি প্রিজন বলেন, জাতিসংঘের ‘মিনিমাম স্ট্যান্ডার্ড প্রিজনার্স রুল’ অনুযায়ী বন্দীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল সমস্যা ছিল আবাসন। তবে এখানে তা নেই। জাতিসংঘের রুল অনুযায়ী, একজন বন্দীকে ৩৫ স্কয়ার ফিট জায়গা দেয়ার কথা রয়েছে। কেরানীগঞ্জের কারাগারে একজন বন্দী ৯০ স্কয়ার ফিট পর্যন্ত জায়গা পাচ্ছেন ।

তিনি বলেন, বর্তমানে আসামিদের দেখা করার জন্য একটি দোতলা ভবন রয়েছে যাতে মাত্র ৪০ জন আসামি তার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন। তবে আগামীতে এই ভবনকে ৪ তলা করা হবে এবং পাশে আরেকটি ৪ তলা ভবন তৈরি করা হবে যাতে একবারে ৮০ জন আসামি দেখা করতে পারেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh