• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিজয় দিবসে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে আরটিভির আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩

আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। আরটিভির এ আয়োজনে সুজ্যেয় শ্যামসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা নেতৃত্ব দেবেন। কর্মসূচি চলবে সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। স্বাগত বক্তব্য রাখবেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

জাতীয় সঙ্গীত প্রসঙ্গে আলোচনা করবেন ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্মৃতিচারণ করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, ড. সৈয়দ আনোয়ার হোসেন।

সাংস্কৃতিক আয়োজনে দলীয় পরিবেশনায় থাকছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। এছাড়াও থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ, ফেরদৌস আরা ও তার সংগঠন, ঋষিজ শিল্পী গোষ্ঠী, গীতাঞ্জলী শিল্পী গোষ্ঠীর পরিবেশনা।

মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করবেন শাহীন সামাদ, ইন্দ্রমোহন রাজবংশী, রথীন্দ্রনাথ রায়, মমতাজ, দিঠি আনোয়ার, বিজন মিস্ত্রি, দেবলিনা সূর, সমরজিৎ রায়, মৌটুসী, প্রিয়াংকা গোপ, বিন্দুকনা, চম্পা বণিক, রাজিব, পুতুল, অর্পিতা, অলক সেন, আনুশা, পীযুষ ইসলাম, আবু বকর, কর্ণিয়া, তাশাউফ ও আরিফ।

এছাড়া গগন হরকরার গান গাইবেন বাউল শিল্পী শফি মন্ডল। দলীয় নৃত্যে থাকবেন কবিরুল ইসলাম রতন, ইভান শাহরিয়ার সোহাগ। আবৃত্তি করবেন সৈয়দ হাসান ইমাম, কবি আসাদ চৌধুরী, শিমুল মুস্তফা। বৃন্দ আবৃত্তি করবে বিশ্ব কলা কেন্দ্র।

এসএসজে/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh